ক্লাবটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সমাজ উন্নয়ন কাজ করবে। প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়নমূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের নিগুড় লক্ষ্যে জনগণের সুযোগ সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও সমাজের সৎচরিত্র গঠন পূর্বক অসাম্প্রদায়িক চেতনায় বিভিন্ন সমাজসেবা মূলক স্বকর্ম সংস্থানমূলক ও ক্রীড়া মূলক কার্যক্রম পরিচালনা করা। লক্ষ্য: এমন একটি তরুণ সমাজ সৃষ্টি যাদের মাধ্যমে পশ্চাতপদতার ও অনগ্রসন জনগণের উন্নয়ন সাধনের মাধ্যমে অসম্প্রদায়িক ও মাদকমুক্ত সমাজ গঠন করা

আমাদের সম্পর্কে

সলিমপুর স্পোটিং ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন


ক্লাবটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সমাজ উন্নয়ন কাজ করবে। প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়নমূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের নিগুড় লক্ষ্যে জনগণের সুযোগ সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক,শিক্ষা, সাংস্কৃতি, ক্রীড়া ও উন্নয়নসহ বহুমুখী স্বকর্ম সংস্থান মূলক কর্মসূচী গ্রহণ করবে। সমাজ উন্নয়ন বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের ভিত্তিতে এলাকার তথা সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

  • উদ্দেশ্য : তরুণ সমাজের সৎচরিত্র গঠন পূর্বক অসাম্প্রদায়িক চেতনায় বিভিন্ন সমাজসেবা মূলক স্বকর্ম সংস্থানমূলক ও ক্রীড়া মূলক কার্যক্রম পরিচালনা করা।

লক্ষ্য: এমন একটি তরুণ সমাজ সৃষ্টি যাদের মাধ্যমে পশ্চাতপদতার ও অনগ্রসন জনগণের উন্নয়ন সাধনের মাধ্যমে অসম্প্রদায়িক ও মাদকমুক্ত সমাজ গঠন করা।

কার্যক্রম

ব্লাড ডোনেশন

তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ

বৃত্তি প্রদান

দূঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

খেলাধুলা

সুস্থ দেহ সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন

সামাজিক দায়বদ্ধতা

সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের দূঃস্থ মানুষের মুখে হাসি ফুটানো

বৃক্ষ রোপন

"একটি গাছের অবদানে, স্বস্তি জাগুক হাজার প্রাণে "

আত্ন সামাজিক উন্নয়ন

"মানব সেবায় নিয়োজিত মন, আত্মতৃপ্তি সারাক্ষণ" ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।

গ্যালারি

ক্লাবের বিভিন্ন কার্যাবলীর ছবি

  • সব ছবি
  • ব্লাড ডোনেশন
  • আত্ন সামজিক
  • খেলাধুলা

App 1

App

Web 3

Web

App 2

App

Card 2

Card

Web 2

Web

App 3

App

Card 1

Card

Card 3

Card

Web 3

Web

যোগাযোগ

ঠিকানা

জয়নগর, ঈশ্বরদী, পাবনা

ফোন নং

+৮৮০১৯৬০৬৫৪৫৬৩