সভাপতির বানী

সুস্থ দেহ সুন্দর মন গড়ে তোলে ক্রীড়াঙ্গন" সময়ের ধারাবাহিকতায় অনেক দীর্ঘ , এ সময়ে একেক প্রজন্মের আবির্ভাব ঘটেছে। যে সময়ে সলিমপুর স্পোর্টিং ক্লাবটি ,এ এলাকায় যাত্রা শুরু করেছে সে সময় অন্য কোন ইউনিয়ন ভিত্তিক কোন ক্লাব এখানে ছিল না। ০১-জানুয়ারি -২০১৮ তারিখ রোজ সোমবার, ঈশ্বরদী উপজেলার, সলিমপুর ইউনিয়ন, একটি ব্যস্ততম জনপদ এই এলাকার সমাজের বিভিন্ন স্তরের শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধি ব্যক্তিদের আন্তরিক উৎসাহে এ ক্লাবটি প্রতিষ্ঠা পাই । যাদের প্রাণান্ত প্রচেষ্টায় সলিমপুর স্পোর্টিং ক্লাবটি শুধু এ নগরে নয় জেলা শহর মধ্যে ভালোবাসা অর্জন করতে পেরেছে। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সলিমপুর স্পোটিং ক্লাবটি নিয়ে আমরা স্বপ্ন দেখি। শুধু জেলা কিংবা বিভাগ নয় – এটি দেশের অন্যতম সেরা ক্লাব / প্রতিষ্ঠানে পরিণত করার। আমি জানি এটা অত্যন্ত দুরূহ কাজ। কারণ আমরা যে এলাকায় বসবাস করি কিংবা এখানে যারা খেলাধুলা করছে। তারা অত্যন্ত নিম্ন আয়ের সাধারণ পরিবারের সন্তান। তাদেরও অনেক স্বপ্ন – মেধাবী এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করার। তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদের স্বপ্ন সফল করার জন্য একটি দিক উন্মোচন করেছি। গত চার বছরে তা অনেকটা সফল হয়েছি। এসব নিম্ন আয়ের মানুষদের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছি। আগামীতে প্রত্যাশা অনেক। শূন্য থেকে শুরু করে আমরা সলিমপুর স্পোর্টিং ক্লাবটিকে নিয়ে অনেকটুকু পথ হেঁটে এসেছি। মাত্র ৭ সাত জন সদস্য নিয়ে যে পথ চলা শুরু হয়েছিল মাত্র ৪ চার বছরে তা এক হাজার প্লাস পরিপূর্ণ হয়েছে। ৭ জন মূলকমিটির সদস্য থেকে এখন মূলকমিটির ৩০ জন কাজ করছেন। অগ্রযাত্রার পাশে এসে দাড়িয়েছেন অনেক হৃদয়বান শুভাকাঙ্ক্ষী। যাদের আর্থিক ও মানসিক সহযোগিতা আমাদের পথ চলার পাথেয় হয়ে আছে। শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০১৮ সালে মাদক মুক্ত স্বপ্নের সোনার সলিমপুর ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ চলমান ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বর্তমান প্রজন্মকে সত্যিকারের আদর্শ নাগরিক হিসেবে তৈরি করার দায়িত্ব আমরা গ্রহণ করেছি।আমরা আরও এগিয়ে যেতে চাই। আগামীতে ক্লাবটি উপজেলা ব্যাপী রূপান্তরিত করবো। পাশাপাশি ফ্রি স্বাস্থ্য সেবা চালু করার আকাঙ্ক্ষা রয়েছে । ক্লাবটি বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে অবশ্যই সফল হব ইনশাআল্লাহ। ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সাথে আছেন যাদের সহযোগিতা এবং সাহায্য পেয়েছি তাদের প্রতি রইলো অকৃত্রিম কৃতজ্ঞতা। ভবিষ্যতেও অনুকূল সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করছি।