জনাব/জনাবা আসসালামু আলাইকুম সলিমপুর স্পোর্টিং ক্লাব " একটি নিঃস্বার্থ অরাজনৈতিক অলাভজনক সেবামূলক সংগঠন। এই সংগঠনের কোন সদস্য সংগঠন থেকে কোন কিছু আশা করেনা। এর কার্যক্রম অত্যন্ত সুন্দর, সেবামূলক এ ধরনের নিঃস্বার্থ একটি সংগঠন সমাজের বিশাল পরিবর্তন আনবে বলে আমি মনে করি।এই ধরনের একটি সংগঠনের সদস্য ও সাধারণ সম্পাদক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ।আমি আমার দায়িত্ব নিঃস্বার্থ ভাবে ইনশাআল্লাহ পালন করব।পরিশেষে বৃহৎ স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছি। মো: জাহিদ হাসান মামুন সাধারণ সম্পাদক সলিমপুর স্পোর্টিং ক্লাব